করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে মেলানিয়ার

করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে মেলানিয়ার

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) মৃদু উপসর্গ দেখা দিয়েছে। এক টুইট বার্তায় মেলানিয়া নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটে তিনি বলেন, তার উপসর্গ মৃদু, তবে তিনি ভালো আছেন।

শুক্রবার সকালে আরেকটি টুইট করেন তিনি।

সেখানে তিনি তার প্রতি ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।  

news24bd.tv

টুইটে তিনি জানান, তার উপসর্গ অনেকটাই মৃদু এবং তিনি ভালো আছেন। দ্রুত সেরে ওঠার প্রত্যাশার কথাও বলেন তিনি।


আরও পড়ুন: ট্রাম্পের অক্সিজেন লেভেল কমার আশঙ্কা চিকিৎসকদের (ভিডিও)


এদিকে, মেলানিয়ার চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম ইউএসএ টুডেকে বলেছেন, মেলানিয়া হোয়াইট হাউসেই আছেন।

তার অবস্থা ভালো।

মেলানিয়া ট্রাম্প তার প্রথম টুইটে বলেন, তিনি ও ট্রাম্প হোয়াইট হাউসেই কোয়ারেন্টিনে রয়েছেন। তারা ভালো বোধ করছেন। তিনি ব্যক্তিগত সব কর্মসূচি স্থগিত করেছেন।  

news24bd.tv

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের স্থানীয় সময় গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইট হাউসের একজন উপদেষ্টার বরাতে যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উপসর্গ মৃদু।

করোনা আক্রান্ত ট্রাম্পকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি।  

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক