ঠাকুরগাঁওয়ে কিশোর হত্যা: একজনের যাবজ্জীবন, ১০ জন খালাস

ঠাকুরগাঁওয়ে কিশোর হত্যা: একজনের যাবজ্জীবন, ১০ জন খালাস

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার দায়ে শহিদুল ইসলাম বুলু (৫৯)  নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

এছাড়াও ওই মামলার অপর আসামি বাহাদুর আলীর (৫৯) বিরুদ্ধে ৩২৩ ধারার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ড-প্রাপ্ত শহিদুল ইসলাম বুলু (৫৯) সদর উপজেলার দক্ষিণ রাজাগাঁও গ্রামের মৃত জাকারিয়ার ছেলে এবং বাহাদুর আলী একই গ্রামের সংলু কশাইয়ের ছেলে।

আরও পড়ুন: ধর্ষণ ও নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় দুজন রিমান্ডে

এছাড়াও আসামি আশরাফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান ,খাদেমুল ইসলাম,একরামুল হক, শাহাদুর ,সলিম উদ্দীন ওরফে সংলু কশাই,রজব আলী,শামীম হোসেন,শাহিনুর মোছা ফরিদা বেগম সহ ১০জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর