রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে যুবক নিহত

রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে যুবক নিহত

ফাতেমা জান্নাত মুমু, চট্টগ্রাম

রাঙামাটির রাজস্থলীতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক বাঙালী যুব নিহত হয়েছে। নিহতের নাম মো. জালাল উদ্দিন রিপন (২৮)। সোমবার দুপুর দেড়টার দিকে রাজস্থলী উপজেলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই এলাকারবাসিন্দা মৃত. মো. আইনুল হকের ছেলে।

পেশায় তিনি একজন সাধারণ মাছ ব্যবসায়ী বলে দাবি তার পরিবারের।

পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলা বাজারে হঠাৎ একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দেয় এসময় মো. জালাল উদ্দিন রিপন তার নিজের বাড়িতে ছিল। সশস্ত্র সন্ত্রাসীরা তার ঘরে ঢুকে রিপনকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়।

সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

পরে খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে অভিযোগ উঠেছে, রিপন দীর্ঘ দিন ধরে রাস্থলী বাজারে মাছ ব্যবসা করতেন। যার কারণে সশস্ত্র সন্ত্রাসীরা তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তাকে উপজাতিয় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ ব্রাশফায়ার করে হত্যা করেছে।  

এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রাঙামাটি রাজস্থলী উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো. মফজল আহামদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে
গুলিবিদ্ধ রিপনের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
ঘটনার বিষয়ে পুলিশ ও যৌথবাহিনী তদন্ত করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর