রসায়নে দুই নারীর নোবেল জয়

রসায়নে দুই নারীর নোবেল জয়

অনলাইন ডেস্ক

এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন দুই রসায়নবিদ। তারা হলেন এমানুয়েলে চারপেনিটার অ্যান্ড জেনিফার দৌদনা। ডিএনএ সম্পাদনার জন্য নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য তাদের পুরস্কৃত করা হয়। বুধবার তাদের নাম ঘোষণা করে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

আরও পড়ুন: দুই বান্ধবীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ১২ কিশোর!

এর আগে, গত বছর নতুন ধরনের রাসায়নিকের জন্য এনজাইমের উৎপাদন ও পরিবেশ বান্ধব শিল্প গড়ার গবেষণা করে শান্তিতে নোবেল পান মার্কিন নারী রসায়নবিদ ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ রসায়নবিদ স্যার গ্রেগরি পি উইন্টার।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর