ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না

আসিফ নজরুল

মৃত্যুদণ্ড নয় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করি না। কারণ এতে ধর্ষণের শিকার যারা হবে তারা অনেক ক্ষেত্রে হত্যার শিকার হতে পারে। চিহ্নিত হয়ে ফাসীর শাস্তির আশংকা এড়ানোর জন্য অপরাধীরা ধর্ষণের শিকারকে মেরে ফেলতে পারে।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলে হয়রানি করার জন্য ভুয়া মামলাও বাড়তে পারে।

এর রাজনৈতিক অপব্যবহারও হতে পারে। ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে হলে তা করতে হবে ব্যাপক গবেষণা ও মতবিনিময় করে। এসব ছাড়া একতরফাভাবে ধর্ষণের  শাস্তি মৃত্যুদণ্ড বলে ঘোষণা করার উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা পাওয়া বা জনরায়কে প্রশমিত করা।


আরও পড়ুন: মৃত্যুদণ্ডের আইন করে দিলেই ধর্ষণ কমে যাবে না


উল্লেখ্য ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি এরমধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আনে রয়েছে।

এটি আর প্রসারিত করার প্রয়োজন নেই। প্রয়োজন দ্রুত বিচার। মাদক আর পর্নোগ্রাফির বিস্তার রোধ করা এবং ধর্ষকের উপর রাজনৈতিক প্রশ্রয়ের হাত সরিয়ে নেয়া।

আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক। (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম