চাই অবকাঠামোগত মাস্টারপ্ল্যান: নসরুল হামিদ

চাই অবকাঠামোগত মাস্টারপ্ল্যান: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাতওয়ারি চাহিদা নিরূপণ করে পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর জন্য অবকাঠামোগত মাস্টারপ্ল্যান প্রয়োজন বলেও মনে করেন প্রতিমন্ত্রী।

শুক্রবার অনলাইনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত ‘Energy Security of Bangladesh : Issues & Options’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, বিতরণ ও সঞ্চালন খাতে ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে।

আগামী দিনের চাহিদার সাথে সমন্বয় করে মানবসম্পদ উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।


আরও পড়ুন: পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী


এসময় তিনি নবায়নযোগ্য জ্বালানি, নেট মিটারিং সিস্টেম, মাইক্রো ও ম্যাক্রো লেভেলের তথ্য, অটোমেশন, বিনিয়োগ এবং করোনা মাহামারি পরবর্তী জ্বালানি চাহিদা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, তেল চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ২০% আর বিদ্যুৎ চালিত যানবাহনের ইঞ্জিনের দক্ষতা ৮০%। তাই  বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য নীতিগত সমর্থন প্রয়োজন।

বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় চার্জিং স্টেশন করে দিবে। অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। উন্নয়ন যত পরিকল্পিতভাবে হবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ তত টেকসই হবে।

news24bd.tv আহমেদ