পুলিশের পিকআপ ভ্যান দেখতেই ইট-পাটকেল ছুঁড়ল বিক্ষুব্ধরা

পুলিশের পিকআপ ভ্যান দেখতেই ইট-পাটকেল ছুঁড়ল বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত টিটু দাসকে ৫ দিনের রিমান্ডে পাঠায়।

এর আগে কনস্টেবল টিটু দাসকে পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করে পিবিআই।

এদিকে, হত্যাকাণ্ডের ৯ দিন পেরিয়ে গেলেও এখনো মামলার অগ্রগতি না হওয়ায় এবং মূল হোতা পলাতক এসআই আকবরকে গ্রেপ্তার করতে সমর্থ না হওয়ায় মঙ্গলবারও সিলেটে মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।  

বেলা সোয়া ১১ টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধনে ব্যবসায়ী নেতারা রায়হান হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন: ছাত্রীর মা বাসায় ফিরে দেখেন ‌‘মেয়েকে ধর্ষণ করছে; ছাত্র ইউনিয়ন কর্মী

মূল অভিযুক্ত এসআই আকবরকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় মানববন্ধন চলাকালে পাশ দিয়ে চলে যাওয়া পুলিশের একটি পিকআপ ভ্যানে ইট-পাটকেল ছুঁড়ে মারেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর