রংপুরে এক বৃদ্ধ শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

রংপুরে এক বৃদ্ধ শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুর নগরীর মাহিগঞ্জের জমজম ফিড মিলের মহির উদ্দিন নামের এক বৃদ্ধ শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে।

ঘটনাটি গত মঙ্গলবারের হলেও ওই বৃদ্ধ রংপুর মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা যায়। এই ঘটনায় ওই বৃদ্ধ শ্রমিকের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন, মাহিগঞ্জ থানাধীন আজিমুল্লাহ গ্রামের আছের উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম, একই থানাধীন দেওয়ানটুলি গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে মো. জহিরুল ইসলাম বাবু, এবং আপর জনের নামও জহুরুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে দুষ্টামি করার ছলে জমজম ফিড মিলের আরও ৩ শ্রমিক জমজম ফিড মিলের মেশিনের বাতাস বের হওয়া ভ্যাকম পাইপ ওই বৃদ্ধের পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে মহির উদ্দিনের পেট ফুলে গেলে মহির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান তিনি।


আরও পড়ুন: ঝুম বৃষ্টিতে সকাল শুরু, থাকতে পারে সারাদিন


বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, জমজম ফিড মিলের এক শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনায় মহির উদ্দিন নামে ওই মিল শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

news24bd.tv আহমেদ