সিরিয়ায় বিদ্রোহী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা, নিহত ৫০

সিরিয়ায় বিদ্রোহী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা, নিহত ৫০

অনলাইন ডেস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের এক প্রশিক্ষণ শিবিরে বিমান হামলায় ৫০ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। সোমবারের (২৬ অক্টোবর) এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সবশেষ ঘাঁটি হলো ইদলিব প্রদেশ।

তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফাইলাক আল শামের সংগঠনটির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে। সোমবার এ প্রশিক্ষণ কেন্দ্রটি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়। ফাইলাক আল শামের মুখপাত্র ইউসেফ হামুদ জানান, নিহতদের মধ্যে ওই প্রশিক্ষণ শিবিরের নেতারাও রয়েছেন।

আরও পড়ুন: ঢাকা-১৮ আসনে উপনির্বাচন: দোষা রোপের কৌশলেই প্রচার চালাচ্ছে দুই প্রার্থী

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ৫৬ জন নিহত ও প্রায় ৫০ জন আহত হয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশ রাশিয়া এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে সিরিয়ান অবজারভেটরি।

news24bd.tv নাজিম