নোয়াখালীর সেই নারী লাঞ্ছনা বিষয়ে কী বলছে তদন্ত কমিটি

নোয়াখালীর সেই নারী লাঞ্ছনা বিষয়ে কী বলছে তদন্ত কমিটি

হাবিবুল ইসলাম হাবিব

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সার্কেল এএসপি, ওসি, ইউপি সদস্য ও চেয়ারম্যান কেউই দায় এড়াতে পারেন না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাইকোর্টের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটি।

এ বিষয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্যে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয় ওই কমিটি। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চূয়াল বেঞ্চে এই প্রতিবেদন উপস্থাপনের পর তা পড়ে দেখেন বিচারপতি।

নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে নিজ ঘরে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করার ভিডিও দেশব্যাপী সমালোচনার ঝড় তোলে।

এ ঘটনা আদালতে নজরে আনলে সঠিক তদন্তের জন্য কমিটি গঠন করে দেন হাইকোর্ট।

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয় তদন্ত কমিটি। সংশ্লিষ্ট আই্নজীবীদের উপস্থিতিতে প্রতিবেদন পড়ে শুনান বিচারপতি। এ ঘটনাকে মানবিকবোধের চরম অবক্ষয়ের অংশ বলে মন্তব্য করেন আদালত।

দেলোয়ার বাহিনী আগেও একাধিকবার ওই নারীকে ধর্ষণ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তুলে ধরা হয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গাফিলতিও।

এই ঘটনায় দোষীদের শাস্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের আইনী সহয়তা দিবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।

আরও পড়ুন: হাজী সেলিমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এ বিষয়ে শুনানির জন্যে আগামী ১২ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর