পেঁয়াজের নাম মুড়িকাটা

খায়রুজ্জামান সোহাগ

ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এবছর বাজার দর ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন তারা ।

 তবে ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানী বন্ধসহ সহজ শর্তে ঋণ দেওয়ার দাবী তাদের । পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ ।

 ফরিদপুরের হালি, দানা ও মুড়িকাটা পেঁয়াজের বেশ চাহিদা রয়েছে । এখানকার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ।


 আরও পড়ুন: ফরিদপুরে কুমার নদের ভাঙ্গনে দিশেহারা মানুষ


বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ রোপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নগরকান্দা, সালথা, ভাঙ্গা ও সদর উপজেলার কৃষকরা । বাজার দর ভাল থাকায় লাভের আশায় তারা ।

কৃষকরা জানান, ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানী করা হলে লোকসান গুনতে হবে তাদের । আমদানী বন্ধসহ সহজশর্তে ঋণের দাবী জানিয়েছেন তারা ।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. হযরত আলী জানিয়েছেন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ ।

 ফরিদপুর জেলায় প্রায় ৫হাজার হেক্টর জমিতে মুড়িকাঁটা পেঁয়াজের আবাদ করা হয়েছে । যা থেকে প্রায় ৬৩হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর