কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা, মৃতদেহ পুনরায় দাফন

কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা, মৃতদেহ পুনরায় দাফন

অনলাইন ডেস্ক

ঈশ্বরদীতে কবর খুঁড়ে ফজিলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার লাশ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে ছলিমপুর ইউনিয়নের জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এই ঘটনা ঘটেছে। ফজিলা খাতুন ওই এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ফজিলা খাতুনের মৃত্যু হলে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে কিছু এলাকাবাসী কবরস্থান জিয়ারত করতে গেলে তারা কবরের পাশে একটি গলাকাটা লাশ দেখতে পায়। পরে দেখা যায়, ফজিলা খাতুনের কবর খুঁড়ে লাশ বের করা হয়েছে। তবে কে বা কারা এই লাশের মাথা কেটে নিয়ে গেছে তা জানাতে পারেনি এলাকাবাসী।

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় কাজলের রোমান্টিক মেজাজ

এ ব্যাপারে ঈশ্বরদী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরে পুলিশের অনুমতি নিয়ে গলাকাটা মৃতদেহ পুনরায় কবরস্থানে দাফন করেছে এলাকাবাসী।

রাজধানীর আরও এক বাসে আগুন (ভিডিও)

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দীন জানান, লাশ পুনরায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মৃত ফজিলা খাতুনের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর