বিশ্বের সবচেয়ে বড় গোলাপী হিরা (ভিডিও)

মাসুদ রানা

ডিমের মতো নিখুঁত একটি হিরা, নাম দ্য স্পিরিট অফ দ্য রোজ। ১৪ দশমিক ৮ ক্যারেটের বেগুনি–গোলাপী রঙের এই হিরাটি বিশ্বের সব থেকে বড় হিরা। আর এটি ২ কোটি ৬০ লাখ ডলারে নিলামে বিক্রি হলো। হিরাটিকে বর্ণনা করা হয়েছে প্রকৃতির অসামান্য বিস্ময় বলে।

ভেতর থেকে হিরাটির বেগুনি আলোর ঝলকানিতে যে কেউ মুগ্ধ হবে। ২০১৭ সালের জুলাই মাসে রুশ হিরা সংস্থা আলরোসা খননের পর এই হিরাটি পাওয়া যায়।

রাশিয়ায় পাওয়া সব থেকে বড় গোলাপী স্ফটিক থেকে এটি কেটে বের করা হয়। এটিই সারাবিশ্বে এখন পাওয়া পর্যন্ত সবচেয়ে বড় গোলাপী হিরা।

প্রায় ৯৯ শতাংশ গোলাপী হিরাই ১০ ক্যারেটের হয়। তবে এই গোলাপী হিরাটির ওজন ১৪ দশমিক ৮ ক্যারেট।

বিশ্বের দুর্মূল্য রঙিন পাথরের অনুরাগী রয়েছেন অনেকেই। সেরা গুণমানের গোলাপী হিরা অত্যন্ত মূল্যবান সম্পদ। আর এই হিরার দিকে নজর ছিল বিশ্বের অনেক বিওবানদের। তাইতো দুর্মূল্য হিরাটি সদবি নিলাম ঘর ২৬ দশমিক ৬ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ২ কোটি ৬০ লাখ ডলারে নিলামে বিক্রি করেছে বলে জানিয়েছে।

নিলামকারীরা জানিয়েছেন, এই হিরার দাম রেকর্ড সৃষ্টি করেছে। তবে এখনও পর্যন্ত হিরেটির ক্রেতার নাম জানানো হয়নি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর