বাসে আগুন দেওয়ার ঘটনা হেলাফেলার বিষয় নয়

বাসে আগুন দেওয়ার ঘটনা হেলাফেলার বিষয় নয়

শওগাত আলী সাগর

অনেকদিন পর হঠাৎ করেই ঢাকায় একসাথে অনেকগুলো বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটলো। সরকারের আইনশৃংখলা নেট্ওয়ার্কের জন্য এটি নিসন্দেহে একটি বড় ধরনের ধাক্কা। রাজপথ থেকে রাজনীতির অলিগলির সবখানেই যেখানে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ সেখানে অকস্মাৎ ‘আগুন সন্ত্রাসের’ পূণরাবৃত্তি রাষ্ট্রের গোয়েন্দা নেটওয়ার্কের ব্যর্থতাও।

আরও পড়ুন:


পেটে হাত দিয়ে ছবি পোস্ট করলেন শ্রীলেখা

এবার জনসমক্ষে সেনাকর্মীর হাত ধরে মেলানিয়া


ঘটনা ঘটার সাথে সাথেই শত শত মানুষের নামে মামলা এবং সেই মামলায় হুটহাট বিরোধী নেতাদের অন্তর্ভূক্তি মানুষের মনে সংশয় তৈরি করবে।

পর্যাপ্ত তদন্তের আগেই, খোঁজখবর করার আগেই এই ধরনের মামলায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং ধরার ব্যাপারে সরকারের অন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করবে।

একদিন রাজধানীতে আটটি বাসের আগুন দেয়ার ঘটনা কোনো হেলাফেলা ব্যাপার নয়। প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমেই এর শেকড় চিহ্নিত করা দরকার। রাজনীতি নয়,অপরাধীদের চিহ্নিত করাই তদন্তের মূল লক্ষ্য হোক।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক নতুন দেশ, কানাডা। ফেইসবুক থেকে

news24bd.tv কামরুল