‘শিল্পী হয়ে উঠতে পারেন  রাষ্ট্রনেতার চেয়েও জনপ্রিয়’

‘শিল্পী হয়ে উঠতে পারেন রাষ্ট্রনেতার চেয়েও জনপ্রিয়’

তসলিমা নাসরিন

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় গতকাল রোববার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। প্রবীণ এই মহাতারকা, অভিনেতা-নাট্যকার-বাচিকশিল্পী-কবি ও চিত্রকর কলকাতার বেলভিউ হাসপাতালে দীর্ঘদিন রোগের বিরুদ্ধে লড়াই করেছেন।

তাদের পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে।

তাঁর মৃত্যুতে সর্বমহলে নেমে এসেছে শোকের ছায়া।

এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন স্ট্যাটাস দিয়েছেন।

নারীবাদী এই লেখিকা লিখেছেন, ‘কলকাতার দোষ অনেক, কিন্তু কিছু গুণ সব দোষ আড়াল করে দেয়। একজন অভিনেতা, নেতা নন, অভিনেতা, তাঁকে যেভাবে  আজ সম্মান দেখালো কলকাতা, তার তুলনা হয় না।

কবিতা পড়ে, গান গেয়ে, ফুলে ফুলে সাজিয়ে, চোখের জলে ভিজিয়ে প্রিয় শিল্পীকে যেভাবে বিদায় দিল কলকাতা, তার তুলনা হয় না। ’

আরও পড়ুন: স্বাধীন ব্যাংকিং কমিশন সে এক দুঃস্বপ্ন

তিনি আরও লিখেছেন, ‘করোনার ঝুঁকি নিয়ে কলকাতা যেভাবে প্রাণের টানে রাস্তায় নেমেছে শিল্পীকে শ্রদ্ধা জানাতে, তার তুলনা হয় না। শিল্পী হয়ে উঠতে পারেন রাষ্ট্রনেতার চেয়েও জনপ্রিয়, এখানেই কলকাতা অনন্য। এ কারণেই হয়তো আজও কলকাতা দরিদ্র হয়েও ধনী, এ কারণেই হয়তো আজও কলকাতাকে লোকে বলে ভারতবর্ষের সবচেয়ে প্রগতিশীল শহর। ’

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর