সবজির দাম কমতে পারে

সবজির দাম কমতে পারে

মাহমুদুল হাসান

রাজধানীর বাজারগুলোতে শীতকালীন নানা সবজির সরবরাহ বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজির দাম কিছুটা বেশি হলেও নতুন সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা।  

বিক্রেতারা বলছেন, দুএক সপ্তাহের মধ্যেই সবজির দাম আরো কমেবে।   তারপরো আলুর দাম এখনও উর্ধমূখী।

সপ্তাহের ব্যবধানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৫ টাকা করে। তবে আশার কথা নতুন করে বাড়েনি চালের দাম।

আরও পড়ুন: 


দুই অভিযানে ৮ ‘জঙ্গি’ সহ যা যা উদ্ধার

রাজধানীর উত্তরা কামার পাড়ায় অবিস্ফোরিত বোমা উদ্ধার


বাজারগুলোতে এমন বাহারি সবজির সমাহার বলে দেয় দরজায় কড়া নাড়ছে শীতকাল। রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেল ফুলকপি, বাঁধাকপি, টমেটো শিমসহ নানারকম সবজি উঠেছে বাজারে।

ক্রেতারাও খুশি নতুন মৌসুমের হরেক রকমের এসব সবজি কিনতে পেরে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের বাজারের অস্থিরতা কমেছে, যদিও আলু বাড়তি বাড়তি দামে বিক্রি হচ্ছে।  

গত কয়েক সপ্তাহ বাড়ার পরে- এক সপ্তাহ ধরে মোটমুটি স্থির আছে চালের বাজার।

আর মুদি দোকানে নিত্যপণ্যের দাম কিছুটা বাড়লেও, সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৫ টাকা।

news24bd.tv কামরুল

এই রকম আরও টপিক