আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করলেন মার্কিন সিনেটর

আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করলেন মার্কিন সিনেটর

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মারফি। তিনি বলেন, উগ্র গোঁড়াবাদী সন্ত্রাসীদের হাতে মার্কিন অস্ত্র তুলে দেয়ার ইতিহাস আছে পারস্য উপসাগরীয় এই দেশটির।

মারফি আরও বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাদের মিত্র দেশ কিন্তু গোপন করার বিষয় নয় যে, চরমপন্থি সন্ত্রাসীদের কাছে এই দেশটির মার্কিন অস্ত্র পাচার করার ইতিহাস  রয়েছে। পাশাপাশি তারা ইয়েমেন ও  লিবিয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

এক টুইটার পোস্টে তিনি এসব কথা বলেছেন এবং তার এ বক্তব্য তুলে ধরেছে সংবাদ মাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’।

মার্কিন এ সিনেটর আরো বলেন, “অন্তত বিদায়ী এই প্রশাসনের সময় আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে তাড়াহুড়ো করা মোটেই ঠিক হবে না। ”


আরও পড়ুন: যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে আর্মেনিয়া-আজারবাইজান


এর আগে,  গত বুধবার সিনেটর মারফির সঙ্গে যোগ দিয়েছেন ডেমোক্র্যাট দলের সিনেটর এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য রবার্ট মেনেন্ডিজ। একই ইস্যুতে তাদের সঙ্গে রয়েছেন রিপালিকান দলের সিনেটর র‍্যান্ড পল।

তারা আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে একটি প্রস্তাব তুলেছেন। সূত্র: পার্সটুডে।

বিদায়ী ট্রাম্প প্রশাসন আরব আমিরাতের কাছে দুই হাজার তিনশ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়েছে।

news24bd.tv আহমেদ