ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

অনলাইন ডেস্ক

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরইমাঝে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৩০টি দল তৈরি করা হয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্মচাপ তৈরি হয়েছে ৷

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পন্ডুচেরি উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে।


আরও পড়ুন: দেশে তরুণদের ১৭ জনের একজন মাদকাসক্ত


এনডিআরএফ এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১২টি দলকে এরইমধ্যে মোতায়েন করা হয়েছে, আর ১৮টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পন্ডুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি রয়েছে ৷ 

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি উদ্ধার কাজের জন্য এনডিআরএফ মোতায়েন করা হয়েছে।

news24bd.tv নাজিম