ক্ষুদ্র ও মাঝারিরা কেন ঋণ পাচ্ছে না?

ক্ষুদ্র ও মাঝারিরা কেন ঋণ পাচ্ছে না?

নিজস্ব প্রতিবেদক

বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও ক্ষুদ্র ও মাঝারিরা কেন পাচ্ছে না তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

এসময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশা প্রকাশ করেন ডিসেম্বরের মধ্যেই ৯০ শতাংশ প্রণোদনার অর্থ বিতরণ হবে।

মহামারি করোনায় যখন বিপর্যস্ত অর্থনীতি তখন ব্যবসায়ীদের বাঁচাতে কয়েকটি ধাপে ঋণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার।

সব মিলে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা বিতরণের ঘোষণা আসে। তবে আট মাস পার হলেও বিতরণ হয়েছে অর্ধেকের খানিকটা বেশি।

রাজধানী ওসমানি স্মৃতি মিলনায়তনে এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে ঘুরে ফিরে আসে ঋণ বিতরণের বৈষম্যের কথা।  

অর্থনীতিবিদরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা।

এজন্য বৈষম্য কমিয়ে কৃষি ও ছোট ব্যবসায়ীদের সহায়তা বাড়ানোর পরামর্শ দেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসময় জানান, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুত সরকার।

আরও পড়ুন: কেমন আছে ঘাস পাতা খাওয়া যুবক এলি ?

পরে আনুষ্ঠানিক বক্তব্যে মন্ত্রী বলেন, ব্যাংকগুলো কেন ছোট ঋণ বিতরণে গড়িমসি করছে তা খতিয়ে দেখতে হবে।

এসময় কেন্দ্রিয় ব্যাংক গভর্নর  ফজলে কবীর আশ্বস্ত করেন, ডিসেম্বরের মধ্যেই ঋণ বিতরণ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে।

এছাড়া মহামারি বিবেচনায় সামাজিক সুরক্ষা খাতে সহায়তা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর