কাককে বাঁচাতে ৯৯৯-এ ফোন, ছুটে এল দমকল বাহিনী

কাককে বাঁচাতে ৯৯৯-এ ফোন, ছুটে এল দমকল বাহিনী

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ সঞ্চালনের তার ঘেঁষা একটি উঁচু গাছে সুতোয় আটকে ছিল কাকটি। যতই নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল, ততই সুতোয় পেঁচিয়ে যাচ্ছিল। কোনোভাবেই সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না।

ওই ঘটনা স্থানীয় এক যুবকের নজরে এলে সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে কাকটিকে উদ্ধার করেন। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে কাকটিকে উদ্ধার করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারী বলেন, ‘লক্ষ্মীপুর এলাকায় রূপালী ব্যাংকের সামনে একটি গাছে কোনো এক সময় সুতোয় জড়িয়ে যায় কাকটি। আজ সকালে ওই ঘটনা স্থানীয় উজ্জ্বল হোসেন নামের এক যুবকের চোখে পড়ে।

তিনি কাকটি উদ্ধারের জন্য প্রথমে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় কাকটিকে উদ্ধার করে। ’

আরও পড়ুন: ষাটোর্ধ্ব বয়সী ধনাঢ্য শিল্পপতিদের ‘প্রেমের ফাঁদে ফেলতেন’ নূপুর-শেফালীরা

আবাসিক হোটেলে অভিনেত্রীর লাশ, তদন্ত চলছে

উদ্ধারের পর কাকটিকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেটিকে ছেড়ে দেওয়ার জন্য উজ্জ্বল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর