মদীনা সনদে সন্ত্রাসের কথা নেই: খাদ্যমন্ত্রী

মদীনা সনদে সন্ত্রাসের কথা নেই: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

মহানবীর তরিকা বাদ দিয়ে যারা মওদুদীবাদী তরিকা গ্রহণ করেছে, তারাই ভাস্কর্য বিরোধী। নবী বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। মদীনা সনদে কোথাও সন্ত্রাসের কথা নেই।  

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার একথা বলেন।

 

তিনি বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে, এমন জন্ম কারো হয়নি। দেশের প্রতিটা গ্রামে ছাত্রলীগ-যুবলীগই যথেষ্ট। প্রধনমন্ত্রীকে লাগবে না, উনার মাথা ফাঁকা রাখি। শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করুক।

দল আমরা চালাব। আমরা যারা তার কর্মী, বঙ্গবন্ধুর ভাস্কর্য সামলাতে তারাই যথেষ্ট বলে জানান খাদ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য ইসলামী রাষ্ট্রে ভাস্কর্য আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে কেন তাদের গা জ্বলে। কারণ, এরা দেশের স্বাধীনতায় বিশ্বাসী না।

আরও পড়ুন:


ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না : শ্রীলেখা

পুলওয়ামায় এনকাউন্টারে তিন জঙ্গি নিহত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন মরক্কোর

হাসপাতালের জানালার কার্নিশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

সালমার নতুন গান 'অন্তঃপুরে'


news24bd.tv কামরুল