‘বইমেলা বন্ধ না করে ২/৩ মাস পিছিয়ে নিলেও চলে’

‘বইমেলা বন্ধ না করে ২/৩ মাস পিছিয়ে নিলেও চলে’

শোয়াইব জিবরান

করোনার জন্য আর হয়ত ৩ মাস আমাদের সাবধান থাকতে হতে পারে। এর ভেতর টিকা চলে আসার কথা। গরমও চলে আসবে। করোনা আমাদের জীবনের পুরো এক বৎসর খেয়ে গেল।

করোনায় অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবী, বিশেষত বেসরকারি শিক্ষকরা। তথাপি আমরা স্কুল বন্ধ রেখেছি। ফলে করোনায় আশঙ্কার তুলনায় কম ক্ষতিগ্রস্ত হয়েছি।

করোনার দ্বিতীয় ঢেউ এ দেশে পিকের দিকে আছে। এটা হয়ত মার্চে নেমে যাবে। টিকার আশা তো রইলই।

এ অবস্থায়, মাঠে বইমেলা না করাকে আমি সমর্থন করি। এতে প্রকাশক, ছাপাখানা, বাঁধাই শ্রমিকরা হয়ত সাময়িক ক্ষতিগ্রস্ত হবেন। তবে বইমেলাটি বন্ধ না করে ২/৩ মাস পিছিয়ে নিলেও চলে।

বইমেলা নিয়ে লেখকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তেমন কথা নয়। লেখক সম্মানী আদায় করতে পারেন খুব কম লেখকই। তারা যেটা হারাবেন সেটা- আড্ডা।

আড্ডাটা দু'মাস পরে দিলেও চলবে। ধীরে। (ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর