গাজীপুরে মেশিন পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

গাজীপুরে মেশিন পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে বৈদ্যুত্কি খুঁটি তৈরির কারখানায় মিকচার মেশিন পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার উজানিছড়া গ্রামের কামাল হোসেন (২৭) ও কুষ্টিয়া সদরের কালিশঙ্কর এলাকার নিশান হোসেন প্রমাণিক (২৩)।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভুইয়া দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গাজীপুরের বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানায় দুই শ্রমিক মিকচার মেশিন পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় মেশিন অপারেটর মো. রাজিবুজ্জামান অন্য তলায় থাকা সুইচটি চালু করেন। এতে মেশিনের ভেতরে থাকা ওই দুই শ্রমিক গুরুতর আহত হন।


আরও পড়ুন:

মেঝে থেকে বের হওয়া দুর্গন্ধ থেকেই লাশের সন্ধান

‘স্বামী আমি তোমাকে ভালোবাসি’ বিবাহ বার্ষিকীতে সাকিবপত্নী শিশির

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে সাকিবের আবেগঘন পোস্ট

শুভ-ফারিয়ার করোনা শনাক্ত, আইসোলেশনে শিহাব

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ৫ পাক সেনা নিহত


পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে শ্রমিক নিশান হোসেন মারা যান। অপর আহত শ্রমিক কামাল হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

news24bd.tv নাজিম