হাতিয়ায় বরযাত্রীসহ ট্রলারডুবি, নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার

হাতিয়ায় বরযাত্রীসহ ট্রলারডুবি, নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনায় নববধূসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।  

আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেরিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।

 

স্থানীয় লোকজন জানান, মেঘনা নদীতে তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন:

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব

'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'

বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত


হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে।

তবে সঠিকভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।

বরযাত্রীবাহী ট্রলার ডুবে ৫ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

news24bd.tv নাজিম