এনজিওকর্মীর কব্জি কেটে টাকা ছিনতাই, র‌্যাবের জালে ধরা ৪ নারী-পুরুষ

এনজিওকর্মীর কব্জি কেটে টাকা ছিনতাই, র‌্যাবের জালে ধরা ৪ নারী-পুরুষ

মো. হৃদয় খান, নরসিংদী

নরসিংদীতে প্রকাশ্যে দিনদুপুরে শান্তা আক্তার নামে এক নারী এনজিওকর্মীর হাতের কব্জি কেটে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গতকাল দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড থেকে প্রধান আসামি রুবেল ও বাদশাহকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যমতে আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ এক লাখ ৯১ হাজার পাঁচশ টাকা, একটি গেঞ্জি, একটি ক্যাপ উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- রুবেল মিয়া (২৬), আবদুল বাদশাহ মিয়া (২২), মাহবুবা আক্তার (২২) ও মিঠি বেগম (২৬)।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, প্রধান দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার খাদিমাচর এলাকায় অভিযান পরিচালনা করে সহযোগী মাহাবুবা আক্তার মেরিনাকে গতকাল রাত সাড়ে ৩ টায় গ্রেপ্তার করা হয়।

‌‘এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের এক লাখ ৯১ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।

একই দিন ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপর সহযোগী মিঠি বেগমকে রাত সাড়ে ৪ টায় গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের সময়ে রুবেলের পরিহিত একটি গেঞ্জি, বাদশার মাথায় পরিহিত একটি ক্যাপ ও ভুক্তভোগীর মোবাইল উদ্ধার করা হয়। ’

আরও পড়ুন: পাঁচদিন পর জ্ঞান ফিরল আনিসুরের, সব হারিয়ে শুধু কাঁদছেন তিনি

news24bd.tv

এস-৪০০ ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেবে তুরস্ক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া এনজিওকর্মীর হাতের কব্জি কাটা ও ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর