রংপুর মেডিকেল থেকে ৭ দালাল আটক

রংপুর মেডিকেল থেকে ৭ দালাল আটক

রেজাউল করিম মানিক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অপরাধে সাত দালালকে আটক করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ।  

রোববার (২০ ডিসেম্বর)  দুপুরে গোয়েন্দারা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগসহ আশেপাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করেছেন।


করোনায় দেশে মৃত্যু বাড়লো

৭ মিনিটে ১২৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি, রহস্যের জট খুলল ৮ মাস পর

পি কে হালদারের পরোয়ানা ইন্টারপোলে

যে লক্ষণে বুঝবেন শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে!


তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ আদায়সহ হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

এসময় সাত দালালকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হাজিরহাট এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র  আবুল কাশেম (৫০) পরশুরাম থানার অকিবউদ্দিনের পুত্র মো. রফিক(৪১), হাজিরহাট থানার তফেল উদ্দীনের পুত্র মো. আ. মন্নাফ (৩৫), কোতোয়ালি থানার মৃত আনচারউল্লার পুত্র মো. দুলাল (৪৫), হাজিরহাট থানা দিনাজপুরের মনছুর আলীর পুত্র মো. খোরশেদ আলম (৬৭), ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর পুত্র মো. ইসরাফিল (৩২) এবং তারাগঞ্জ এলাকার এলাহী বকশের পুত্র মো. জাহেদুল ইসলাম (৪৫)।  

আটককৃত দালালদের বিরুদ্ধে থানার মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

news24bd.tv নাজিম