কাপাসিয়ায় রাজীব ধর হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেপ্তার

কাপাসিয়ায় রাজীব ধর হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেপ্তার

শেখ সফিউদ্দিন জিন্নাহ্, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ার আলোচিত সেই রাজীব ধর হত্যার মূল আসামি শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রবিবার দুপুরে কাপাসিয়া থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পলাশের চরসিন্দুর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। শাহীন নিজেই রাজীবকে কুপিয়ে হত্যা করেছে বলে শিকার করে। শাহীনের তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো দাঁ সন্ধ্যায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, হত্যাকান্ডের পর থেকে শাহীন আত্মগোপনে চলে যায়। আমরা নানা কৌশলে ঘটনা উদঘাটনের চেষ্টা করি। সোমবার গ্রেফতারকৃত শাহীনকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

জানা গেছে, কাপাসিয়ার রাওনাট বড়াইদ এলাকার মুক্তিযোদ্ধা সুবাস ধরের একমাত্র ছেলে রাজীব ধর মাকে নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন সাফাইশ্রী এলাকার ভাড়া থাকতো।

গত ১১ ডিসেম্বর ভোরে বাসা থেকে ডেকে নিয়ে সাফাইশ্রী শ্মশানঘাট এলাকায় কুপিয়ে হত্যা করে।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা রাজীবকে ডেকে নিয়ে কাপাসিয়ার সাফাইশ্রী গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন মন্দিরের পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রাজীব ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত।

news24bd.tv নাজিম