শফীর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি ৩১৩ আলেমের

শফীর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি ৩১৩ আলেমের

নিজস্ব প্রতিবেদক

হেফাজতের আল্লামা আহমদ শফীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন ৩১৩ জন আলেম। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে মহিব্বিনে আহমদ শফী ফাউন্ডেশন, বাংলাদেশের প্রচার সচিব মাওলানা মুফতি আব্দুস ছাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশের হাতে ফের ধর্ষণ

সৌদির কাছে স্মার্ট বোমা বিক্রিতে ট্রাম্পের কেন তাড়াহুড়ো?

আহমদ শফীর একজন ঘনিষ্ঠ শীর্ষ আলেমর কাছে বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘হাটহাজারী মাদ্রাসায় আন্দোলনের নামে সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে আল্লামা আহমদ শফীর রুম ভাঙচুর, মাদ্রাসার মুহাদ্দিসদের রুম ভাঙচুর ও তাদের শারীরিকভাবে মারধরের মাধ্যমে সন্ত্রাসীরা পুরো কওমি অঙ্গনকে কলুষিত করেছে।

জামায়াত-শিবিরের ক্যাডার ও মানহাজি-চরমপন্থী এ চক্রান্তের সঙ্গে জড়িত। মূলত হাটহাজারী মাদ্রাসার ক্ষমতা দখল, কওমি অঙ্গনকে দখল, রজনৈতিকভাবে সরকারবিরোধী আন্দোলনের প্লাটফরম তৈরি এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে শাহ আহমদ শফীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই তাদের অন্যতম উদ্দেশ্য ছিল। ’

news24bd.tv তৌহিদ