কংগ্রেসম্যান ক্রাউলির সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির বঠৈক

কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার যোসেফ ক্রাউলির সঙ্গে গিয়াস আহমেদ ও মোহাম্মদ আমিনুল্লাহ।

কংগ্রেসম্যান ক্রাউলির সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির বঠৈক

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে কি না তা জানতে স্টেট ডিপাটমেন্টের সঙ্গে কথা বলবেন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি।  এ ব্যাপারে ২৬ মার্চ বিকেলে কংগ্রেসম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ।

এ সময় সেখানে ছিলেন কম্যুনিটি লিডার মোহাম্মদ আমিনুল্লাহ। সাক্ষাত শেষে গিয়াস আহমেদ জানান, সাজানো মামলায় ফরমায়েসী বিচারের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে ক্ষমতাসীন সরকার তার স্বৈরাচারি আচরণ বহাল রেখেছে।

বাংলাদেশের গণতান্ত্রিক ভিতকে নড়বড়ে করা হচ্ছে। খালেদা জিয়াকে কারাগারে রাখার মধ্য দিয়ে আবারো বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার কৌশল অবলম্বন করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর