বছরের প্রথম দিনে বিশ্বে কত শিশুর জন্ম?

বছরের প্রথম দিনে বিশ্বে কত শিশুর জন্ম?

অনলাইন ডেস্ক

বছরের প্রথম দিন সারাবিশ্বে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু জন্ম নেওয়ার কথা। আর এ তালিকায় সর্বাধিক শিশুর জন্ম দিয়ে প্রথম স্থানে রয়েছে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত।  

তবে বাংলাদেশে জন্ম নেওয়া কথা ৯ হাজার ২৩৮ জন। কবে কতজন শিশু জন্ম নিয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও জানা যায়নি।

জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ডের (ইউনিসেফ) এর এক প্রতিবেদসে এ তথ্য প্রকাশ পেয়েছে।


আরও পড়ুন: ভারতে টিকা দেওয়ার জোর প্রস্তুতি

ফের ভাইরাল প্রভার ভিডিও


 

ইউনিসেফের তথ্যনুযায়ী, ২০২১ সালে বিশ্বজুড়ে জন্মানোর কথা ১৪ কোটি নবজাতকের। তাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর।

২০২১ সালের প্রথম নবজাতক জন্মগ্রহণের কথা প্রশান্ত মহাসাগরের কোলে থাকা ফিজি দ্বীপপুঞ্জে।

আর প্রথম দিনের হিসাব শেষে শিশুটির জন্ম হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে।

গোটা বিশ্বে মোট যত শিশু জন্ম নিচ্ছে তার অর্ধেকই মাত্র ১০ দেশে। যে তালিকায় সবার উপরে রয়েছে ভারত।

তালিকা অনুযায়ী ১ জানুয়ারি ২০২১ সালে ৫৯ হাজার ৯৯৫ নবজাতক জন্ম নেওয়ার কথা ভারতে।

এরপর যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), মার্কিন যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।

এ বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরি ফোরে বলেছেন। নতুন সম্ভাবনার বিশ্বে পা রাখার সুযোগ নিয়ে পৃথিবীতে আসছে ৩.৭১ লাখ নবজাতক। মহামারির ধাক্কা কাটিয়ে নতুন এক পৃথিবী গঠনের স্বপ্ন দেখছে গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের পথ প্রদর্শক হয়ে উঠুক নবজাতকরা।

news24bd.tv তৌহিদ