বসনিয়ায় বিষক্রিয়ায় প্রাণ হারালো ৮ জন

ছবি : সংগৃহিত

বর্ষ বরণ অনুষ্ঠান

বসনিয়ায় বিষক্রিয়ায় প্রাণ হারালো ৮ জন

Other

নতুন বছরের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বসনিয়ায় বিষক্রিয়ার কারণে ৮ জন মারা গেছে। । শুক্রবার বসনিয়ার পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ঘরে নতুন বছর উদযাপনের সময় কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়।

ত্রিবিস্তব এলাকা থেকে একটি জরুরি ফোনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

বাড়িতে ঢুকে ১৮ খেকে ২০ বছর বয়সি চার নারী ও চার পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারা স্থানীয় বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক পুলিশ কমিশনার।

 এ ঘটনায় শোক জানিয়েছে বসনিয়া সরকার। কার্বন মনোক্সাইড গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন গ্যাস যার কারণে হঠাৎ অসুস্থতা এবং মৃত্যুরও কারণ হতে পারে।

কিন্তু গ্যাসটি কোথা থেকে আসলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


পাকিস্তানী সেনার গোলায় ভারতের সেনা নিহত

বছরের প্রথম দিনে বিশ্বে কত শিশুর জন্ম?

ভারতে টিকা দেওয়ার জোর প্রস্তুতি


news24bd.tv /আলী