ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরণকে মোকাবেলায় ইউরোপজুড়ে লকডাউন জারি হলেও, থামছে না এর সংক্রমণ। দ্বিতীয় দিনের মতো অর্ধলক্ষ মানুষের শরীরের করোনা শনাক্ত হলো যুক্তরাজ্যে।  

একদিনে দেশটিতে আক্রান্ত ৫৪ হাজার ৯৯০ আর মৃত্যু ৪৫৪ জন। এছাড়া তালিকার শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে আবারো মারা গেছে ১৩ হাজার ৮৭ জন।

আক্রান্ত ১ লাখ ৯৪ হাজারের বেশি।

ফের আলোচনায় বুবলী

মিষ্টি খেয়ে বাদ পড়া উদযাপন করতেছি, বললেন মাশরাফি

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারিসহ দুইজনের বিরুদ্ধে আইভীর মামলা

১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করল ৭৬৫০ জন

তবে ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় জাপানে জরুরি অবস্থা জারির বিষয়ে রাজধানী টোকিও সহ আরো বেশকটি প্রদেশের আহ্বান সরকার বিবেচনা করছে বলে জানিয়েছে। মালয়েশিয়াতেও বাড়লো লকডাউনের মেয়াদ।  

ভ্যাকসিনের প্রয়োগ আর নিজস্ব ভ্যাকসিনের অনুমোদন মেলার পরপরই ভারতের বিভিন্ন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

সারাবিশ্বে এখন পর্যন্ত মোট সংক্রমণ ছাড়িয়েছে ৮ কোটি ৫৫ লাখ। আর ১৮ লাখ ৫২ হাজার ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা।  

news24bd.tv নাজিম