যা পড়ছেন তার সব বিশ্বাস করবেন না: মেহজাবীন

যা পড়ছেন তার সব বিশ্বাস করবেন না: মেহজাবীন

অনলাইন ডেস্ক

অনলাইন পোর্টালের বিরুদ্ধে, শিল্পীর সঙ্গে কথা না বলেই মনগড়া নিউজ করার অভিযোগ করেছেন মেহজাবীন রোমানা। এই প্রবণতা অত্যন্ত হতাশাজনক বলেও মনে করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে এক স্টেটাসে তিনি এসব তথ্য জানান।

সতর্ক থাকার জন্য সাংবাদিক, অনলাইন পোর্টাল ও পাঠকদেরকে পারামর্শ দিয়েছেন।

পাঠকদের জন্য তার স্টেটাস হুবহু তুলে ধরা হলো।    

মেহজাবীন রোমানার স্টেটাস-

শ্রদ্ধেয় সাংবাদিক ভাই/বোন এবং অনলাইন পোর্টালের কাছে অনুরোধ:
দয়া করে আমার বা কোনও শিল্পীর সাথে কথা না বলে যে কোনও বিষয়ে আপনার নিজের মতামত তৈরি করবেন না। এটি অত্যন্ত হতাশাব্যঞ্জক।

সম্মানিত পাঠকদের অনুরোধ:
দয়া করে আপনি আজকাল যা পড়েছেন তার সমস্ত কিছু বিশ্বাস করবেন না।

উদ্ধৃত মন্তব্যগুলোর বেশিরভাগই বিনা সম্মতিতে তৈরি হয়।

ধর্ষণে রক্তক্ষরণের শিকার কিশোরীকে বাঁচানো গেল না

news24bd.tv তৌহিদ