দুবাই ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

দুবাই ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

অনলাইন ডেস্ক

দুবাই থেকে স্কটল্যান্ডে আসা সকল যাত্রীদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে দেশটি। গত সোমবার তাদের পরিবর্তিত ভ্রমণ নিষেধাজ্ঞায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্কটল্যান্ড মন্ত্রিসভার পরিবহন, অবকাঠামো ও যোগাযোগ বিষয়ক সচিব মাইকেল ম্যাথসন এক বিবৃতিতে বলেন, "স্কটল্যান্ড এবং সারা বিশ্বেই স্পষ্ট যে ভাইরাসটি আবার স্বাস্থ্য ও জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, এবং আমাদের এই বৃদ্ধি বাধাগ্রস্ত করতে হবে। "


পোপের ইরাক যাত্রা অনিশ্চিত

ফিট থাকার সিক্রেট জানালেন সোনাক্ষী


তিনি আরও বলেন, "যুক্তরাজ্য ভ্রমণে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আমাদের করোনা প্রতিরক্ষায় প্রথম পদক্ষেপ।

"

দুবাই থেকে দেশে ফিরে আসা যাত্রীদের মধ্যে যারা ৩ জানুয়ারী দুবাই থেকে স্কটল্যান্ডে এসেছেন তাদের ক্ষেত্রেও কার্যকর হবে। পিসিআর টেস্টে নেগেটিভ হলেও তাদের প্রত্যেককে ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।

news24bd.tv / nakib