আবারও ভূমিকম্পে কেঁপে উঠল জম্বু-কাশ্মীর

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল জম্বু-কাশ্মীর

অনলাইন ডেস্ক

আরো একবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্বু-কাশ্মীর। গেল বছরের ডিসেম্বর থেকে বারবার ভূমিকম্পে কেঁপেছে জম্মু-কাশ্মীর। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটের দিকে ফেল শক্তিশালী কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার ও উধমপুর জেলায়।  

জানা গেছে, উপত্যকার কাটরা এলাকার উত্তর-পূর্বদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

ভারতের সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১ ম্যাগনিটিউড। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: সূরা আল মূলকের গুরুত্ব ফজিলত


একদিকে কাশ্মীরে হাড় কাঁপানো শীত, তার উপর ভূমিকম্প মানষের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। প্রায়ই তুষারপাত হচ্ছে।

গত এক সপ্তাহে তাপমাত্রা মাইনাসের নিচেই থাকছে এখানে। তার উপর অল্পদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে জনজীবন বিপর্যস্ত। সূত্র : নিউজ ১৮।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক