শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফিরে দিল ছাত্র

শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফিরে দিল ছাত্র

Other

শেরপুরে কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টন্ত স্থাপন করেছেন কলেজছাত্র আরিফুল ইসলাম। আজ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে টাকার প্রকৃত মালিক ব্যবসায়ী শিবু চন্দ্র দত্তের হাতে তুলে দেন তিনি।

এসময় শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ের সিএনজিচালিত অটোরিক্সা পার্টস ব্যবসায়ী ও নওহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্ত কলেজছাত্রের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

কলেজছাত্র আরিফ শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের খড়খড়িয়া তালুকদারবাড়ির মোহাম্মদ আলী তালুকদারের ছেলে।

দিহান আরও বলে, আমরা চারজনই তাকে বাসায় নিয়ে যাই: আনুশকার মা

স্থানীয়রা জানায়, আরিফুল ইসলাম গতকাল (১৩ জানুয়ারি) বুধবার সকালে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে যাওয়ার পথে খোয়ারপাড় মোড়স্থ হামিদা কাবাব ঘরের সামনের রাস্তায় ১ লাখ ৬২ হাজার টাকার একটি বান্ডেল পড়ে থাকতে দেখেন। এসময় মোটরসাইকেলটি থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন তিনি।

পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানালে তিনি মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের স্মরণাপন্ন হন।

পরে অনেক খোঁজাখুঁজির পর আজ বৃহস্পতিবার জানতে পারেন, ব্যবসায়ী শিবু চন্দ্র দত্ত বাসা থেকে ১ লাখ ৬২ হাজার টাকার বান্ডেল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে সেটি অসাবধানতাবশত পড়ে যায়।

পরে শহরের বটতলা এলাকায় টাকার প্রকৃত মালিক শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লাখ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।

news24bd.tv তৌহিদ