দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৮৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৭৮ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৭হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ৬৩৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার  ৭৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার২১২ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৪৪  হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে গতকাল দেশে  ১৩ জনের মৃত্যু ও ৭৬২ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল।


পিতৃহারা হলেন পান্ডিয়া ভাতৃদ্বয়

নিজের মেয়ের নগ্ন ছবি দেখিয়ে প্রলোভন, ৩৫ বছরের জেল

চিরযৌবনা হতে কুকুরের মুত্রপান তরুণীর!


news24bd.tv / কামরুল