মসজিদে আপত্তিকর লেখা, তুরস্কের তীব্র নিন্দা

মসজিদে আপত্তিকর লেখা, তুরস্কের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

তুর্কি একটি মসজিদের দেয়ালে আপত্তিকর লেখায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দিয়ানেত বিভাগের প্রধান আলী ইরবাস। ডেনমার্ক-জার্মানি সীমান্তে এই মসজিদটি অবস্থিত।

গত রবিবার টুইটারে তিনি এক বার্তায় বলেন, দিন দিন যেভাবে ইসলামবিদ্বেষী প্রচার চালাচ্ছে একটি বর্ণবাদী গ্রুপ, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।


মহানবী (সা.) এর বাণীকে সত্য প্রমাণ করল বিজ্ঞান

কারাগারে পাঁচ বছর ধরে তুষারকে একান্তে সঙ্গ দিয়ে আসছে সুইটি


মসজিদটি পরিচালনা করে আসছে ড্যানিশ-টার্কিশ ইসলামিক ফাউন্ডেশন।

  এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যায় জার্মান সীমান্তে তুর্কি ওই মসজিদে উগ্রবাদী ও বর্ণবাদী দুর্বৃত্তরা মসজিদের দেয়ালে আপত্তিকর লেখা লিখে যান।

news24bd.tv / নকিব