রাকাত ধরতে তাড়াহুড়া করে মসজিদে ছোটা নিয়ে শরিয়ত কী বলে?

রাকাত ধরতে তাড়াহুড়া করে মসজিদে ছোটা নিয়ে শরিয়ত কী বলে?

অনলাইন ডেস্ক

জামাতে অংশগ্রহণ করার জন্য অনেকে তাড়াহুড়া করে মসজিদের দিকে ছোটে। বিশেষ করে ইমাম যখন রুকুতে থাকেন রাকাত ছুটে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ মসজিদের ভেতরেই দৌড় দেয়।

এ বিষয়ে শরিয়ত কী বলে আসুন সেটা একটু জেনে নেই:

নামাজ পড়া ও জামাতে অংশগ্রহণ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেভাবে নামাজের রোকন ও বিধিবিধান শান্ত ও ধীরস্থিরভাবে পালন করা জরুরি তেমনভাবে নামাজ পড়ার জন্য মসজিদে শান্ত ও ধীরস্থিরতার সঙ্গে আসতে হবে।


দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী


হাদিস শরিফে দৌড়াদৌড়ি ও তাড়াহুড়া ছেড়ে ধীরস্থিরভাবে মসজিদে যেতে নির্দেশ করা হয়েছে। রাকাত পাওয়ার জন্য মসজিদে দৌড়াদৌড়ি করা এটা শুধু মসজিদের আদবের খেলাফ নয়, বরং নামাজের শান্ত ও ধীরস্থির আমলের পরিপন্থী। তাই আমাদের উচিত এ বদ অভ্যাস পরিহার করা।

তথ্যসূত্র : তাফসিরে রুহুল মাআনি : (সূরা জুমা) খণ্ড-২৮, পৃষ্ঠা-১০২, বুখারি শরিফ : হাদিস নং-৯০৮, মুসলিম শরিফ : হাদিস নং-৬০২।

news24bd.tv নাজিম