‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন শিক্ষক রশিদ আলম

‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন শিক্ষক রশিদ আলম

Other

সেরা শিক্ষক হিসেবে আবারও বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ ভূষিত হলেন শিক্ষক হাফেজ মো. রশিদ আলম। তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার শিফট ইনচার্জের দায়িত্ব পালন করছেন।

গতকাল ঢাকা সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ ও সনদ তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী।

জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব ব্যরিস্টার জাকির হোসেন, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটসের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

ভাইয়ের পা ধরেও বাঁচতে পারলেন না নিজাম

পাথরঘাটায় সংঘর্ষে আহত ৪, ভোট স্থগিত

প্রথমে কারা এবং কত মানুষ টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, শিক্ষক হাফেজ মো. রশিদ আলম ইতিপূর্বে মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড-২০২০, জয় বাংলা সেরা শিক্ষক সম্মাননা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেরা শিক্ষক-২০১৯, মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬, ঈশা খাঁ পদক, মাদার বখ্স পদক, কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক-২০১৭, মহাত্মা গান্ধী স্বর্ণপদক-২০১৭, জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা এবং মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরাধী তৎপরতায় সম্মাননাসহ বহু পুরস্কার দেশ-বিদেশ থেকে অর্জন করেন। এবার শিক্ষায় গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১’ এ ভূষিত হলেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর