আমেরিকান অভিনেতা ইউনিয়নের সদস্যপদ প্রত্যাহার করলেন ট্রাম্প

আমেরিকান অভিনেতা ইউনিয়নের সদস্যপদ প্রত্যাহার করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

আমেরিকান অভিনেতা ইউনিয়ন থেকে সদস্য পদ প্রত্যাহার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই রিয়ালিটি স্টারের সদস্য পদ প্রত্যাহার করা হবে কিনা ইউনিয়নের এমন একটি বৈঠকের আগে নিজেই সরে দাঁড়ালেন ট্রাম্প।

স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড- আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-অ্যাফট্রা) অভিনেতা, সাংবাদিক এবং অন্যান্য মিডিয়া পেশাদারদের একটি সংগঠন। এর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার।

ইউনিয়নের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমি কেয়ার করি না! আমি আপনাদের ইউনিয়নে আর থাকতে চাই না।

ট্রাম্পের এমন চিঠির জবাবে ইউনিয়ন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে ‘ধন্যবাদ’ জানায়।


নিউইয়র্কে প্রকাশ্য দিবালোকে অভিজাত দোকানে ডাকাতি

রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু যুদ্ধের আশঙ্কা: অ্যাডমিরাল চার্লস রিচার্ড

জাতিসংঘের নিন্দাপ্রস্তাব আটকে দিল চীন

ট্রাম্পের নীতিতে হাঁটছেন না বাইডেন, বিপাকে সৌদি আরব


এর আগে গত মাসে সংস্থাটি জানায়, তারা ট্রাম্পের সদস্যপদ নিয়ে আগামী মাসে শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা করবে। গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংস দাঙ্গায় পাঁচজন নিহত হওয়ার পর এসএজি-অ্যাফট্রা এমন ঘোষণা দেয়।

তবে ওই বৈঠকের আগে নিজেই সরে দাঁড়ালেন ট্রাম্প।

news24bd.tv / নকিব