৮৪ মিটার লম্বা সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

৮৪ মিটার লম্বা সাবমেরিনের সঙ্গে জাহাজের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরে জাপানের সাবমেরিনের সঙ্গে একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। সাবমেরিনটি টোকিও প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গতকাল সোমবার মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় শিকোকু দ্বীপের কাছে এই সংঘর্ষ হয়। এতে তিনজন ক্রু সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন:


আজ ৯২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

বুকে পবিত্র কোরআন শরীফ চেপে ধরে ধর্ষণ থেকে রক্ষা পান গৃহবধূ

১১, ১৩, ১৪, ১৬ ও ১৭ বছরের ৫ মৃত কিশোরীকে ধর্ষণ করে মুন্না

‘করোনায় আক্রান্ত’ বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী

‌‘বাড়ি চলে যান, নইলে অ্যাকশন’, বিক্ষোভকারীদের মিয়ানমারের সেনাবাহিনী


জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ম্যারিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সাবমেরিন ভেসে উঠার সময় জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এই সাবমেরিনটি ৮৪ মিটার লম্বা। সংঘর্ষে সাবমেরিনটির অ্যান্টেনা ও উপরের কিছু অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরকারের এক শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় ১০টা ৫৮ মিনিটে শিকোকুর কেপ আশিজুরিতে সংঘর্ষটি ঘটে।

news24bd.tv তৌহিদ