বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু

সাইফুল ইসলাম ও তার স্ত্রী মনিরা আক্তার।

বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নবদম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘরে আগুন লাগার ঘটনায় ঘুমন্ত নবদম্পতির মৃত্যু হয়েছে।

আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– সাইফুল (২৫) ও তার স্ত্রী মনি বেগম (১৮)। তাদের মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

সাইফুল ইসলাম উপজেলার হারজী নলবুনীয় গ্রামের গ্রামের মো. বারেক হাওলাদার এর ছেলে।

জানা গেছে, সাইফুল শহরের পশ্চিম কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ভাড়ায়চালিত অটো চালাতেন। সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসার নিচে ঘুমিয়ে থাকা সাইফুলের বাবা, মা ,ভাই ও ভাইয়ের শ্যালক বাইরে বের হয়ে যান।

এদিকে বাসার দোতলায় ঘুমিয়ে থাকা সাইফুল ও তার নববিবাহিতা স্ত্রী মনিরা ঘরে আটকা পড়েন। এসময় তারা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে দম্পতির লাশ উদ্ধার করে।


করোনার টিকা নিলেন সেনাপ্রধান

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

আবারও বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি


মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে বাসা, গাড়ি ও মালামালসহ ৩৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজনের লাশ উদ্ধার করে জেলা মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

news24bd.tv নাজিম