সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানে ২৮৩ বোতল ফেনসিডিল

সাতক্ষীরায় ইঞ্জিনভ্যানে ২৮৩ বোতল ফেনসিডিল

Other

সাতক্ষীরা কলারোয়ায় অভিযান চালিয়ে ইঞ্জিনভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কলারোয়া কাজিরহাট সন্নিকটে চিতলা এলাকা থেকে ফেনসিডিল বহনকারী ইঞ্জিনচালিত ভ্যান ‘আলমসাধু’সহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন:


যে কারণে ইসলাম ছেড়ে ইহুদি ধর্মে কুয়েতের নারী কণ্ঠশিল্পী (ভিডিও)

প্রেমিকের ৫ খণ্ড মরদেহের পাশে বসে ছিলেন প্রেমিকা শাহনাজ

সূরা তাওবায় কেন ‘বিসমিল্লাহ’ নেই, কি বিষয়ে সূরাটি নাযিল

কুরআন শরিফ ছিড়ে গেলে ইসলামের নির্দেশনা কি?


গ্রেপ্তাররা হলো- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের রফিকুল ওরফে ছোট খোকার ছেলে সাইদুর রহমান (২১), একই এলাকার আব্দুল হামিদের ছেলে মাহাবুর রহমান(২৪) ও উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নূর মোহাম্মদ (৪০)।

কলারোয়া থানার পুলিশ পরিদর্শক জেল্লাল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই আবুল হাসান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চিতলা ইটভাটার সম্মুখ রাস্তা থেকে ফেনসিডিলবাহী ইঞ্জিনচালিত ভ্যানসহ তিনজনকে আটক করে।

আটকদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ইঞ্জিনভ্যানের বসার স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

news24bd.tv তৌহিদ