রাজধানীর মতিঝিলে বেশ কিছু সরকারি জমি উদ্ধার

Other

রাজধানীর মতিঝিলে বেশ কিছু সরকারি জমি উদ্ধার করলো ভূমি মন্ত্রণালয়। এ জমি দখল করে বসবাস করছিলেন অনেকে। আবার কিছু জায়গা দখল করে, সৌদিয়া পরিবহন ব্যবহার করছিলো গ্যারেজ হিসেবে। সোমবার উচ্ছেদ করা হয় তাদের।

প্রায় ১০০ বছর বয়সী কমলা নামের এই বৃদ্ধা ১০ বছর ধরে ঘর তুলে, বসবাস করছিলেন এই বস্তিতে। সেই ছোট্ট বেলায়, মাত্র আট বছর বয়সে, জামালপুর থেকে কে বা কার, হাত ধরে এসেছিলেন, জাদুর এই শহরে। সেই থেকে বসবাস করতেন কমলাপুরের এ জায়গায়।   সোমবার উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হয় কমলার ঘরটিও।

তাইতো তার এই নির্বাক বসে থাকা।


দলকে শুভকামনা জানিয়ে ঢাকা ছাড়লেন সাকিব

সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

মানুষ ভোট দিচ্ছে না, মানতে একেবারেই রাজি না আমি: সিইসি

সাকিব ৩ বছর আগেই টেস্ট খেলতে চায়নি : পাপন


এই একুশ শতক সরকারি জমি দখল করে শুধু ৩১টি টিনের ঘরই নয়, ছিলো শ্রমিক লিগের কার্যালয় ও সৌদিয়া পরিবহনের গ্যারেজ। তবে গ্যারেজের পুরোটা উচ্ছেদ না করে গুড়িয়ে দেয়া হয় বস্তির ঘর। এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার বলেন, সৌদিয়া পরিবহনের পুরো জায়গা তাদের নয়।

আর অবৈধভাবে সরকারি জমিতে, বসবাসকারীদের কেউ কেউ অভিযোগ করেন, জানতেন না উচ্ছেদ বিষয়ে। অনেকের নেই যাবার জায়গা, তাই সবর্স্ব হারিয়ে দিশেহারা তারা।

news24bd.tv নাজিম