খুলনায় জেসকো কাবাবকে লাখ টাকা জরিমানা

খুলনায় জেসকো কাবাবকে লাখ টাকা জরিমানা

Other

রান্না ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় খুলনা নগরীর ফেরিঘাট মোড়ে জেসকো কাবাব’কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার) রাতে প্রতিষ্ঠানটিতে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই জরিমানা করেন।

তিনি বলেন, জেসকো কাবাব এ অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করতে দেখা যায়। রান্না ঘরের পরিবেশ নোংরা ছিল।

পরিবেশনের জন্য রাখা খাবারেও মাছি বসেছিল। এই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করে সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটানোর অপরাধে জেসকো কাবাব কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:


প্রতিদিন নতুন নারী লাগত তার, পরতেন ত্রিশ দিনে ৩০ সানগ্লাস

১৭ বছরের কিশোরীর পেটে ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা

ছোট ভাই মাকে বলল,‘আপুকে পেছনের রুমে নিয়ে গেছে এক ভাইয়া

স্ত্রীকে সৌদি পাঠিয়ে ৮ বছরের মেয়েকে নিয়মিত ধর্ষণ করে বাবা


এদিকে একই সময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এ প্রকাশ্যে ধুমপান করায় পাঁচজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসারের সদস্যরা।

ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও প্রকাশ্যে ধুমপান প্রতিরোধে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

news24bd.tv তৌহিদ