র‌্যালিতে ছবি তোলা নিয়ে আ.লীগের দু'গ্রুপে সংঘর্ষ

র‌্যালিতে ছবি তোলা নিয়ে আ.লীগের দু'গ্রুপে সংঘর্ষ

Other

মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। তারই অংশ হিসেবে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

এই র‌্যালির ছবি তোলাকে কেন্দ্র করে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল মাতুব্বব এবং প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপির সমর্থক উপজেলার বঙ্গবন্ধুর মানব কল্যাণ পরিষদের সভাপতি নাসির খালাসির মধ্যে কথা কাটাকাটি হয়।  

এক পর্যায়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে হাতাহাতি হয়।

পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিকল্প খালাসি নামে এক নেতার ওপর হামলা চালায় শাজাহান খান গ্রুপের সমর্থকরা।  


অনুমোদনের অপেক্ষায় সিএমপির ছয় থানা

৩৩৭ জনকে উপসচিব পদে পদোন্নতি

আটকে গেল ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

শিক্ষার্থীকে পিটিয়ে জখম মাদ্রাসার শিক্ষক প্রেপ্তার


এ ঘটনায় শহীদ মোল্লা ও সুজন শেখ নামে দুই জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাজৈর উপজেলা আওয়ামী লীগের উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

news24bd.tv নাজিম