মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে  ঐতিহাসিক ৭ মার্চ  পালন

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন

অনলাইন ডেস্ক

বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ভার্চুয়ালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

বক্তরা বলেন, এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়বাংলা। ’

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আবদুল গাফফুর মোহাম্মদ। আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত ও চীনা রাষ্ট্রদূত। আরও উপস্থিত ছিলেন সংবাদকর্মী মোহাম্মদ মাহামুদুল। আমন্ত্রিত প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত দেন।