অবশেষে ১০০ বিলিয়ন ডলার ক্লাবে ওয়ারেন বাফেট

অবশেষে ১০০ বিলিয়ন ডলার ক্লাবে ওয়ারেন বাফেট

অনলাইন ডেস্ক

জেফ বেজোস, এলন মাস্ক এবং বিল গেটসের পর এবার ১০০ বিলিয়ন ডলার ক্লাবে যোগ দিলেন ওয়ারেন বাফেট। বুধবার তার সম্পত্তির মূল্য প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার বা ৭২ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যায়।

৯০ বছর বয়সী বিশ্বের সবচেয়ে সফল এই উদ্যোক্তা তার সম্পত্তি চ্যারিটিতে দানের জন্য বিখ্যাত। এবছর তার ইনভেস্টমেন্ট ফার্ম বার্কশায়ার হেথাওয়ের শেয়ার রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে।

অনেকদিন ধরে বিশ্বের সেরা ধনীদের একজন থাকার পরও তার মোট সম্পদের মূল্য এতোদিন ১০০ বিলিয়ন ডলারের নীচেই ছিলো। যার অন্যতম বড় একটি কারণ তার চ্যারিটি।

২০০৬ সাল থেকে তিনি প্রায় ৩৭ বিলিয়ন ডলার দাতব্য কাজে ব্যয় করেছেন। তিনি ‘গিভিং প্লেজ’ নামে একটি দাতব্য ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা, যেখানে বিলিয়নিয়ারদেকে তাদের অর্থ দাতব্য কাজে ব্যয় করতে উৎসাহ দেয়া হয়।


আরও পড়ুনঃ


হাসপাতাল চত্বরে রেলিং ও গাছে উঠে মমতার কর্মীদের বিজেপি বিরোধী স্লোগান

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা


সম্প্রতি জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটও এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। তিনি গত বছরে মাত্র চার মাসে দাতব্য কাজে ব্যয় করেছেন প্রায় ৪ মিলিয়ন ডলার।

news24bd.tv / নকিব