করোনার সংক্রমণ বেড়েছে ৩ গুণ, মৃত্যূ ৪ গুনের বেশি

Other

অবশেষে আশঙ্কায় যেনো সত্যি হতে চলেছে। মোড় ঘুরে ফিরে এসেছে করোনা মহামারীর ৩ মাস আগের সব পরিসংখ্যান। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৩ গুণ, ৪ দিনে মৃত্যু বেড়েছে ৪ গুনের বেশি।

প্রান্তিক পযায়ের চিকিৎসক থেকে শুরু করে এমনকি সরকার প্রধান বার বার সতর্ক করলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেহিসাবি চলাফেরায় ফের তীব্র এক ঝুঁকির মধ্যে পড়েছে পুরো দেশ।

ফলে এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত স্থগিত করার ইঙ্গিত মিলেছে। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে শুরু হয়েছে দেশব্যাপি জোরালো অভিযান।

১০ মার্চ থেকে করোনা সংক্রমণের গ্রাফ টানা উঠতির দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা ১৭৭৩ জন ও মৃত্যু হয়েছে ২৬ জনের।

যা গেল ৯ সপ্তাহে মধ্যে সর্বোচ্চ।

হঠাৎ সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য সেবা বিভাগ। মন্ত্রী বলছেন, স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হতে পারে পুনঃবিবেচনা। নির্দেশনা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও।

সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নেতৃত্বে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় অভিযান শুরুও হয়েছে।

সারাদেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন শৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান।

করোনা নিয়ন্ত্রণে প্রশাসনকে সাথে নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে স্বাস্থ্য সেবা বিভাগ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর